en

বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত দর্শনীয় স্থান কোথায় অবস্থিত?

উত্তর(১):- ঢাকার জেলার দোহারে অবস্থিত মৈনট ঘাট মিনি কক্সবাজার হিসেবে পরিচিত। মৈনট ঘাট পদ্মার তীরে অবস্থিত। পদ্মার বিশাল জলরাশির কারনে মৈনট ঘাট এলাকায় অপর পাড় দেখা যায় না সেজন্য এই এলাকাটিকে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখতে।

মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট কিভাবে যাব তা হয়তো অনেকেই জানেন না। মৈনট ঘাট যাওয়ার জন্য গুলিস্তানের গোলাপ শাহের মাজারের সামনে থেকে সরাসরি মৈনট ঘাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা পরিবহনে বাস আছে। ৯০ টাকা ভাড়া আর দেড় থেকে আড়াই ঘণ্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন মৈনট ঘাট। ফেরার সময় একই বাসে আবার ঢাকা চলে আসবেন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো